সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেলের বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে আশাবাদী আকাশ চোপড়া

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Facebook)

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা্। এরপরই শুরু হতে চলেছে আইপিএল। সেখানেই শেষপর্যন্ত কোন দ বাদিমাত করে তা তো সময়ই বলবে। তবে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার মুখে অবশ্য সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুরেলের কথা। তাঁর মতে এই দুই ক্রিকেটারই এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে জায়গা পেতে চলেছেন।  শেষপর্যন্ত আকাশ চোপড়ার কতা সত্যি হয় কিনা সেটা তো সময়ই বলবে। তবে এবারের ভারত বনা ইংল্যান্ড টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ধ্রুব জুরেলষ। আইপিএলের মঞ্চেও তেমনটা দেখাতে পারলে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও পৌঁছে যাবেন বলেই মনে করছেন আকাশ চোপড়া।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যামন্, দেখিয়েছিলেন ধ্রুব জুরেল। বিশেষ করে চতুর্থ টেস্টে ধ্রুব জুরেলের পারফরম্যান্সটাই ভারতীয় দলের সিরিজ জয়ের রাস্তাটা পাকা করে দিয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্টের মঞ্চে অভিষেক হয়েছিল এই তরুণ ক্রিকেটারের। দুই ইনংসেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। সেঞ্চুরী ইনিংস খেলার পাশাপাশি , তাঁর উইকেটকিপি দক্ষতা নিয়েও প্রশংসা শোনা গিয়েছেন সকলের মুখে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে ১৯০ রানের করেছিলেন ধ্রুব জুরেল।

ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টে ১৯০ রান রয়েছে ধ্রুব জুরেলের

যদিও সপ্রতি ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টি ফর্ম্যাটে সেভাবে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি সঞ্জু স্যামসন। এমনকী আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও তাঁকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। য।দিও আকাশ চোপড়া তাঁকে নিয়ে বেশ আশাবদী। এবারের আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালসের অধিনায়কের দায়িত্ব রয়েছে সঞ্জু স্যামসনের কাঁধে। সেখানে ভাল পারফরম্যান্স দেখালে যে সঞ্জু স্যামসনের সামনে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা্ রয়েছে তা মানতে কোনও দ্বিধা নেই এই প্রক্তন ভারতীয় ক্রিকেটারের।

এই প্রসঙ্গে আকাশ চোপড়া জানিয়েছেন, “এই আইপিএলে অনেকের সামনেই অনেক সুযোগ অপেক্ষা করছে। যেমন যশস্বী জয়সওয়ালের সামনে রয়েছে  ফের একবার অরেঞ্জ ক্যাপ জিতে নেওয়ার সুযোগ। তেমনই জস বাটলারের সামনে রয়েছে ফের একটা সেরা পারফরম্যান্স দেখিয়ে নিজের আধিপত্য ধরে রাখার। একইসঙ্গে সঞ্জু স্যামসনের যেমন সুযোগ রয়েছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ার। তেমনই সুযোগ রয়েছে ধ্রুব জুরেলেরও টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে জায়গা পাকা করে নেওয়ার”।