আফগানিস্তানের বিরুদ্ধে মহম্মদ সামিকে খেলানোর পরামর্শ আকাশ চোপড়ার

Mohammed Shami
Mohammed Shami. ( Image Source: Twitter )

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচেই ভারতীয় দলের প্রথম একাদশে একিট পরিবর্তনের পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে ভারতীয় দলের বোলিংয়ে একটি পরিবর্তন হলেও হতে পারে। রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে এই ম্যাচে মহম্মদ সামিকে খেলানো যেতে পারে বলেই মনে করছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

বিশ্বকাপের স্কোয়াডে মহম্মদ সামি তাকলেও প্রথম ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। রবিচন্দ্রন অশ্বিনের ওপরই ভরসা রেখেছিল ভারতীয় দল।  মহম্মদ সামি গতবারের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন। এই আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর হ্যাটট্রিক করার রেকর্ডও রয়েছে। সেই কথা মাথায় রেখেই আকাশ চোপড়া এমন পরামর্শ দিয়েছেন। যদিও শেষপর্যন্ত টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। দিল্লির পিচে স্পিনাররাও বাড়িত সুবিধা পেয়ে থাকে। সেই কারণে আফগানিস্তানের বিরুদ্ধে স্পিনের ওপরও ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।

শেষ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন মহম্মদ সামি

এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে বিশ্রীভাবে হেরেছে আফগানিস্তান। সেই ম্যাচে বাংলাদশের স্পিনারদের সানেই শেষ হয়ে গিয়েছিল আফগান বাহিনী। সাকিব অস হাসানদের সামনে আফগান ব্যাটাররা সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেননি। রশিদ খানদের বিরুদ্ধে নামার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের মাথায় যে সেই কথাও ঘুরতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। মহম্মদ সামি খেলেন কিনা তা তো প্রথম একাদশ ঘোষণার পরই বোঝা যাবে।

আকাশ চোপড়া জানিয়েছেন, “এই দলে এই মুহূ্র্তে একটিই পরিবর্তনের জায়গা রয়েছে। আর সেটা হল বোলিংয়ে রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে মহম্মদ সামিকে খেলানো যেতে পারে। বিশ্বকাপের মঞ্চে মহম্মদ সামি যখন শেষবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলেছিল সেই সময় হ্যাটট্রিক করেছিলেন তিনি। কিন্তু শেষ ম্যাচে আফগানিস্তান কিন্তু বাংলাদেশের স্পিন আক্রমণের কাছেই আটকে গিয়েছিল। সেই জায়গাটাই আবার একটু চিন্তায় ফেলতে পারে সকলকে। সেইসঙ্গে অশ্বিন আট নম্বরে ব্যাটিং  করার একজন ভাল অপশন”।

ধারেভারে আফগানিস্তানের বিরুদ্ধে এগিয়ে থেকেই নামছে ভারতীয় দল। এখনও পর্যন্ত ওডিআইয়ের মঞ্চে তিনবারের সাক্ষাতে দুবারই জয় পেয়েছে ভারতীয় দল। যদিও আফগান বাহিনীর বিরুদ্ধে নামার আগে যে টিম ইন্ডিয়া যথেষ্ট সাবধানী তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।