কেএল রাহুলকে পাঞ্জাব কিংস ছেড়ে দিলে কাকে অধিনায়ক করা উচিত, বললেন আকাশ চোপড়া

কেন অধিনায়কত্বের দায়িত্ব ওই ক্রিকেটারের হাতে দিতে চান, দিলেন সেই ব্যাখ্যা

KL Rahul
KL Rahul. (Photo Source: IPL/BCCI)

আকাশ চোপড়া মনে করেন পাঞ্জাব কিংস আইপিএল ২০২২ নিলামের আগে কেএল রাহুলকে যদি ছেড়ে দেয় তাহলে মায়াঙ্ক আগরওয়ালকে ধরে রাখা উচিত এবং তার উপরেই অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হোক। 

২০২১ আইপিএলে অধিনায়ক রাহুল এবং আগরওয়ালই কেবল পাঞ্জাব কিংসের হয়ে ২০০ রানের সীমা লঙ্ঘন করেছিলেন। কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে রাহুলকে মোহালি-ভিত্তিক দলটি ধরে রাখতে চায় না এবং পরিবর্তে নতুন লখনউ ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিতে পারেন তিনি।   

পাঞ্জাব কিংসের অধিনায়কত্বের দায়িত্ব পালন করা প্রসঙ্গে আকাশ চোপড়া 

স্টার স্পোর্টসে আলোচনার সময়, আকাশ চোপড়া মতামত দিয়েছিলেন যে রাহুল দল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে মায়াঙ্ক আগরওয়ালকে ধরে রাখা এবং তাঁকে অধিনায়ক করা ছাড়া পাঞ্জাব কিংসের আর কোনও বিকল্প থাকবে না। তিনি বলেছেন, “মায়াঙ্ক আগরওয়ালকে ধরে রাখুন এবং তাকে অধিনায়ক করুন কারণ আপনি একজন অধিনায়ক পাবেন না, এটি আরেকটি সমস্যা হতে চলেছে কারণ বিদ্যমান আটটি দলের সাথে আরও দুটি দল যুক্ত হবে। কেএল রাহুল না থাকলে, মায়াঙ্ক আগরওয়াল একটি বিকল্প। আপনাকে অবশ্যই তাকে বেছে নিতে হবে এবং তাকে অধিনায়ক করতে হবে।”

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি বিষ্ণোই এবং শাহরুখ খানকে দুই ভারতীয় খেলোয়াড় হিসাবে পাঞ্জাব কিংসের রাখা উচিত মনে করে চোপড়া বিস্তারিত বলেছেন, “আমার মনের মধ্যে আরও দুটি নাম হল রবি বিষ্ণোই, তিনি একজন আনক্যাপড প্লেয়ার, তাই আপনি সেখানে খুব বেশি অর্থ হারাবেন না। এবং শাহরুখ খান, যদিও আমরা জানি না যে তাকে ধরে রাখতে কত টাকা লাগবে। তাকে পাঁচ কোটি টাকায় কেনা হয়েছিল, এখন চার কোটি টাকায় তাকে কীভাবে ধরে রাখা সম্ভব তা ভগবানই জানেন।”

বিষ্ণোই গত আইপিএলে নয়টি ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন এবং তাঁর ৬.৩৮-এর চমৎকার ইকোনমি রেট ছিল। অন্যদিকে, শাহরুক খান ১১টি ম্যাচে ১৫৩ রান সংগ্রহ করেছিলেন। তবে সৈয়দ মুশতাক আলি ট্রফির ফাইনালে তামিলনাড়ুর হয়ে তাঁর ম্যাচ জয়ী পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই তাঁর কদর বেড়েছে। 

আকাশ চোপড়া এই বলে শেষ করেছেন যে তিনি চান না পাঞ্জাব কিংস তাদের বিদেশীদের মধ্য থেকে কাউকে ধরে রাখুক। তিনি পর্যবেক্ষণ করেছে্ন, “আমার মাথায় এই তিনটি বিকল্প থাকবে। আমি শামিকে যেতে দেব, আমি দীপক হুডাকে যেতে দেব। আমি কোনো বিদেশী খেলোয়াড়কে রাখব না, সে ক্রিস্টোফার হেনরি গেইল হোক বা নিকোলাস পুরান।”