সেলফি বিতর্কের কয়েকদিন পরে ইনস্টাগ্রামে রহস্যময় স্টোরি পোস্ট করলেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ

Prithvi Shaw
Prithvi Shaw. (Photo Source: Twitter)

ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ মুম্বাইয়ের শহরতলিতে একটি বিবাদে জড়িয়ে পড়ার পর কিছুদিন পরেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি রহস্যময় পোস্ট করলেন। মুম্বাইয়ের এই ঘটনায় দ্বিতীয়বার সেলফি তুলতে অস্বীকার করায় কয়েকজন লোক তার উপর চড়াও হয় বলে অভিযোগ করা হয়।

পৃথ্বী শ এই স্টোরির মাধ্যমে বলেন, “কিছু মানুষ ‘তোমাকে ভালোবাসবে’ যতটা তারা তোমাকে ব্যবহার করতে পারবে। সুবিধাগুলি বন্ধ হয়ে গেলে তাদের আনুগত্য শেষ হয়ে যায়।”

পৃথ্বী শ’র সাথে এই বিতর্কিত ঘটনাটি ঘটে ১৬ই ফেব্রুয়ারি। এরপর থানাতে এই ব্যাপারে একটি মামলাও দায়ের করা হয়েছিল। দ্য প্রিন্টকে মুম্বাই পুলিশ জানায়, “শ দুই জনের সাথে দ্বিতীয়বারের জন্য সেলফি তুলতে অস্বীকার করায় ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ’র বন্ধুর গাড়িতে কথিত হামলার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ওশিওয়ারা পুলিশ।”

সোশ্যাল মিডিয়াতে ঘুরতে থাকা কিছু ভিডিওতে দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ নৈমিত্তিক পোশাকে মুম্বাইয়ের রাস্তায় বেরিয়েছিলেন। যেখানে ভিডিওটি রেকর্ড করা হচ্ছিল সেখানে শ এবং তার বন্ধুরা তাদের শারীরিকভাবে আঘাত করেছিল বলে অভিযোগ করা হয়। এই ঘটনাটি ঘটার পর জানা যায় যে এতে যেই মহিলা জড়িত ছিলেন তার নাম হল স্বপ্না গিল। তিনি হলেন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাকে এই ঘটনার জন্য গ্রেপ্তার করা হয়। পরে অবশ্য তিনি একটি ম্যাজিস্ট্রেট কোর্ট দ্বারা জামিন পেয়ে মুক্ত হন। পরে গিল তাকে নির্যাতন করার অভিযোগে পৃথ্বী শ’র বিরুদ্ধে এফআইআর করেন।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের দিকে নজর দিচ্ছেন পৃথ্বী শ

পৃথ্বী শ ভারতের জাতীয় দলের হয়ে এখনও অবধি ১২টি ম্যাচ খেলেছেন। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দলে ডাক পেয়েছিলেন। তবে তিনটি টি-২০ ম্যাচের একটিতেও তিনি প্ৰথম এগারোতে জায়গা পাননি।

এই ব্যাপারে পৃথ্বী শ বলেন, “এটা পুরোপুরি তাদের উপর নির্ভর করছে, কখন খেলতে সুযোগ দেওয়া হবে আর কখন হবে না, কিন্তু আমি সেটাকে সম্মান করেছিলাম কারণ সম্ভবত তারা আমার আগে সেই ব্যক্তিকে একটু বেশি সময় দিতে চেয়েছিলেন। সর্বোপরি, আমার কোনো আফসোস নেই। আমি সুযোগের সন্ধান করতে থাকব কারণ ভারতীয় দলের সাথে আমি যে লক্ষ্যগুলি অর্জন করতে চাই তার একটি তালিকা আমার কাছে রয়েছে।”