আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের লোগো প্রকাশ করল আইসিসি

T20 World Cup
T20 World Cup. ( Photo Source: Twitter )

আগামী বছরই শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় নামার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে প্রতিটি দল। তার মাঝেই টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর লোগো প্রকাশ করল আইসিসি। সেইসঙ্গেই যে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে উত্তেজনার পারদ ধীরে ধীরে চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। অন্যান্যবারের মতো এবারও টি টোয়েন্টি বিশ্বকাপের লোগোতে অভিনবত্ব রয়েছে আইসিসির। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসার সঙ্গেই যেন ভাইরাল হয়ে গিয়েছে।

বরাবরই আইসিসি যে দেশে বিশ্বকাপ আয়োজিত হয় সেই দেশের ঐতিহ্যকে বিশ্বকাপের লোগোতে তুলে ধরতে চেষ্টা করে। এবারও তার অন্যথা। আইসিসির প্রকাশিক টি টোয়েন্টি বিশ্বকাপের লোগোতে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ দুই দেশেরই ঐতিহ্যের ভাল ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বহু উল্লেখযোগ্য পাম গাছের ছবি যেমন লোগোতে ফুটিয়ে তোলা হয়েছে, তেমনই আমেরিকার স্ট্রাইপ রাখা হয়েছে এই বিশ্বকাপের লোগোতে।  আর তাতেই আপ্লুত সকলে। আগামী বছরের জুন মাসে শুরু হতে চলেছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ।

গতবার টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড

এবারই প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠে। এর আগে সেখানে একটি থেকে দুটো ক্রিকেটের ম্যাচ হলেও,  কখনোই আমেরিকায় বিশ্বকাপের আসর বসতে দেখা যায়নি। এবার সেটাই দেখা যেতে চলেছে। প্রথমবার আমেরিকার মচটিতে হতে চলেছে বিশ্বকাপ। সেই কারণেও যে এই টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে সকলের মনের মধ্যে উন্মদনা তুঙ্গে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত সেই প্রতিযোগিতায় সাফল্যের হাসি ফোটে কোন দেশের ক্রিকেটারদের মুখে তা তো সময়ই বলবে।

শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে পাকিস্তানকে ফাইনাবের মঞ্চে হারিয়ে দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। সেবার ভারত সেমিফাইনালে পৌঁছলেও  শেষরক্ষা করতে পারেনি। এবার নতুন দেশে হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস তৈরি করতে পারে কিনা সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

এই মুহূর্তে প্রতিটি দেশই আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারতীয় দলও পিছিয়ে নেই। অস্ট্রেলিয়ার  পর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে তাদের ঘরের মাঠে নামতে চলেছে ভারতীয় দল। এরপরও ভারতীয় দলের সামনে রয়েছে বেশ কয়েকটা সিরিজ।