ডু অর ডাই ম্যাচে কলকাতার সম্ভাব্য একাদশ দেখে নিন

Sanju Samson and Eoin Morgan
Sanju Samson and Eoin Morgan. (Photo Source: IPL/BCCI)

ডু অর ডাই, হ্যাঁ কলকাতা নাইট রাইডার্সের কাছে আজকের ম্যাচের মন্ত্র এটাই। কারণ, জেতা ছাড়া আর কোনও অপশনই কার্যত নেই কলকাতা নাইট রাইডার্সের কাছে। এমনকী বড় মার্জিনে জিতলে বিরাটদের টপকে যাওয়ারও সুযোগ থাকছে মর্গ্যনদের। কারণ, প্লে অফে মাত্র একটি দলে যেতে পারবে। আর সেই লড়াই এখন কলকাতা বনাম মুম্বইয়ে পরিণত হয়েছে। বড় কোনও অঘটন না ঘটলে অর্থাত কলকাতা এবং মুম্বই দুটি দলই শেষ ম্যাচ না হেরে গেলে দুই দলের মধ্যে যে জিতবে সেই প্লে অফ খেলবে।

কলকাতার কাছে সুযোগ সবচেয়ে বেশি, কারণ রান রেটে মুম্বইয়ের থেকে বেশ কিছুটা এগিয়ে কলকাতা নাইট রাইডার্স। আর মুম্বইয়ের কাছে আগের ম্যাচে বিশ্রী ভাবে হেরে রাজস্থান রয়্যালসের মনোবেল ভেঙে চুরমার। সেই অবস্থায় নাইটরা অ্যাডভান্টেজ হিসেবেই আজকের ম্যাচের জন্য মাঠে নামবে।

আজকের ম্যাচে নাইটদের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে একবার দেখে নেওয়া যাক –

ভেঙ্কটেশ আইয়াক, শুবমন গিল, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়), দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল অথবা শাকিব আল হাসান, সুনীল নারিন, লকি ফার্গুসেন, বরুন চক্রবর্তী, শিবম মাভি

আন্দ্রে রাসেল পুরোপুরি ফিট হয়ে নামতে পারলে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের কাছে বাড়তি পাওনা। কারণ, ডেথে রাসেলের বোলিং নাইটদের জন্য বেশ জরুরী। আর রাসেল পুরোপুরি ফিট না থাকলে তখন শাকিব আল হাসানের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি।কারণ, হায়দরাবাদ ম্যাচে সুযোগ পেয়েই নিজের প্রতিভার ওপর সুবিচার করতে দেখা গিয়েছে বাংলাদেশী অলরাউন্ডারকে।

আর আজকের ম্যাচে অধিনায়ক মর্গ্যনের রান পাওয়ার আশায় থাকবেন কলকাতার সমর্থকরা। নাইট ম্যানেজমেন্টও চাইবে ভালো খেলে প্লে অফে উঠলে মর্গ্যনের ব্যাটে যেন রান আসে।