পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত ভয় পায়, মন্তব্য আব্দুল রজ্জাকের

Abdul Razzaq
Abdul Razzaq (Photoby LAKRUWAN WANNIARACHCHI/AFP/GettyImages)

কিছু কিছু কথা অনেক সময় ভিত্তিহীন মনে হয়। কারণ, কথার থেকে কাজে করে দেখানোই বিশ্বাসযোগ্য। আজ পর্যন্ত কোনওদিন বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। আবার ধারে ভারে অনেক আগেই রয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু ভিত্তিহীন কথা বলায় সবার আগে এগিয়ে পাকিস্তানের কিছু ক্রিকেটার। অন্তত এমনটাই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

যেমন ধরুন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল রজ্জাক, তিনি বলেছেন – “আমার মনে হয় না ভারত পাকিস্তানের কোনও তুলনা হয়। পাকিস্তানে যা প্রতিভা রয়েছে তা সবার থেকে আলাদা। দুই দেশের সিরিজ না হওয়া মোটেই ঠিক হচ্ছে না। সিরিজ হলে দারুণ ব্যাপার হত। ক্রিকেটারদের কাছে সুযোগ থাকে কতটা চাপ নিতে পারবে সেটা বোঝার। সে সুযোগটাই এখন আর নেই। দ্বিপাক্ষিক সিরিজ খেলা হলে সকলে বুঝতে পারত পাকিস্তানে যে পরিমাণ প্রতিভা রয়েছে, তা ভারতের কাছে নেই।”

উনি পাকিস্তানের ক্রিকেটার হয়ে একথা বলতেই পারেন, কারণ তিনি দেশকে ভালবাসেন। কিন্তু কোথাও তো যুক্তি থাকবে সেকথার। কিন্তু হঠাত করে এরকম ভিত্তিহীন কথা বলার পর সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা মজাদার বলতে শুরু করেছেন। তবে এখানেই শেষ নয়, রজ্জাক ক্রিকেট লেজেন্ডদেরও কথা বলেছেন। তাঁর বক্তব্য, “ভারত যথেষ্ট ভাল দল, আমি সেই নিয়ে কিছু বলছি না। ওদের দলে বেশ কিছু ভাল ক্রিকেটার রয়েছে। তবে প্রতিভার দিক থেকে যদি দেখা হয়, তা হলে আমাদের ইমরান খান ছিল, ওদের কপিল দেব। এদের দু’জনের মধ্যে তুলনা করলে ইমরান অনেক বেশি দক্ষ। আমাদের ওয়াসিম আক্রম ছিল, কিন্তু ওদের দলে সেই দক্ষতার কেউ নেই।”

কিন্তু পরিসংখ্যানই শেষ কথা বলে সেটা বোধহয় ভুলে গিয়েছেন আব্দুল রজ্জাক। তাই ২৪ অক্টোবর টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে, সেখানে শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার।