ফর্মে নেই রাহানে, কানপুরের অধিনায়ককে নিয়ে বড় কথা জানালেন পূজারা

Cheteshwar Pujara and Ajinkya Rahane
Cheteshwar Pujara and Ajinkya Rahane. (Photo by Gareth Copley/Getty Images)

বৃহস্পতিবার কানপুরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন  আজিঙ্কা রাহানে। অথচ সেভাবে ফর্মে নেই আজিঙ্কা রাহানে। রাহানের ফর্ম নিয়ে এবার বড় কথা বললেন চেতেশ্বর পূজারা। কানপুর টেস্টের আগে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে পূজারা বললেন, ” রাহানে মহান ক্রিকেটার। কখনও কখনও যে কোনও ক্রিকেটারের জীবনে কঠিন সময় আছে এবং এটা খেলার অংশ। ভাল-খারাপ চলতেই থাকে। সবচেয়ে বড় কথা ও খুব আত্মবিশ্বাসী খেলোয়াড়। ও নিজের খেলার জন্য খুব পরিশ্রম করে। আমি নিশ্চিত ও ফর্ম ফিরে পেতে ঠিক একটা ম্যাচ দূরে আছে।” এরপর পূজারা বলেন, ” ও একবার রান করা শুরু করলেই হারানো ফর্ম ফিরে পাবে। নেটে ও খুব পরিশ্রম করছে। ও টাচে আছে, আশা করছি এই সিরিজে রাহানে বড় রান পাবে।”

এদিকে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা কানপু টেস্টের আগে ভারতীয় শিবির জোর ধাক্কা খেল। বিরাট কোহলি কানপুর টেস্টে খেলছেন না। এবার পেশীতে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন লোকেশ রাহুল। আইপিএল থেকে টানা খেলেই চলেছেন রাহুল। কে এল রাহুলের পরিবর্তে কানপুরে ভারতীয় স্কোয়াডে ঢুকলেন সূর্যকুমার যাদব। রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ার ফলে কানপুর টেস্টে কিউইদের বিরুদ্ধে ওপেন করতে দেখা যাবে শুবমন গিলকে। গিল ও মায়াঙ্ক আগরওয়াল ওপেন করতে চলেছেন। বিরাট কোহলির পরিবর্তে টেস্টে অভিষেক করতে চলেছেন শ্রেয়স আইয়ার।

তিনে নামবেন চেতেশ্বর পূজারা। বিরাট কোহলির জায়গায় চারে নামতে পারেন শ্রেয়স আইয়ারকে। রোহিত শর্মাকে এই সিরিজে বিশ্রাম দেওয়ায়, শ্রেয়স আইয়ারের সামনে নিজেকে প্রমাণের বড় সুযোগ।