ঘরের মাঠে ২০০ ম্যাচ খেলার নয়া নজির গড়লেন বিরাট কোহলি
আপডেট করা - Mar 1, 2023 9:27 pm

ঘরের মাঠে আরও এক নতুন মাইলস্টোন ছুঁলেন বিরাট কোহলি। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে ঘরের মাঠে ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির েগড়লেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্দোরে তৃতীয় টেস্টেই এই নতুন রেকর্ড গড়লেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ ঘোষণা হওয়ার পরই তৃতীয় ভারতীয় হিসাবে ঘরের মাঠে ২০০টি আন্তর্জাতিক ম্যাচেপর মাইলস্টোনের মালিক বিরাট কোহলি। যদিও কেরিয়ারের এই মাইলস্টোন ম্যাচে বড় রান পেতে ব্যর্থই হয়েছেন বিরাট কোহলি।
দেশের জার্সিতে গতবছরের শেষ থেকেই ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। টি টোয়েন্টিতে সেঞ্চুরী দিয়েই ফের ফর্মে ফেরার বার্তাটা দিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। নতুন বছরের শুরু থেকেই ছিলেন দুরন্ত ফর্মে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে বিরাট কোহলির ব্যাটে দেখা গিয়েছিল জোড়া সেঞ্চুরী। টি টোয়েন্টি এবং একদিনের পর বিরাট কোহলির ব্যাটে টেস্টের মঞ্চে সেঞ্চুরীর প্রত্যাশাতেই ছিলেন সকলে। কিন্তু এখনও পর্যন্ত সেই কাজ করতে ব্যর্থই হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
মাইলস্টোন ম্যাচে মাত্র ২২ রানেই সাজঘরে ফিরে গিয়েছেন বিরাট কোহলি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ম্যাচে নেমেছিলেন বিরাট কোহলি। তাঁর আগে একমাত্র সচিন তেন্ডুলকর এবং মহেন্দ্র সিং ধোনিই ঘরের মাঠে ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এখনও পর্যন্ত সচিন তেন্ডুলকরই রয়েছে শীর্ষ তালিকায়। সেই এলিট তালিকাতেই এবার নাম লেখালেন বিরাট কোহলিও। যদিও সেই মাইলস্টোন ম্যাচের প্রথম ইনিংসে স্মরণঁীয় কিছুই করতে পারলেন না বিরাট কোহলি। মাত্র ২২ রানেই থামতে হয়েছিল তাঁকে।
পরপর দুই টেস্টেই বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি। এদিনও তাঁর থেকে বড় রানের প্রত্যাশাতেই ছিলেন সকলে। কঠিন পরিস্থিতিতে বিরাট কোহলি ব্যাটিং করতে এসে লড়াইটা করার চেষ্টা কেরলেও সেই টড মার্ফির বলেই আটকে যান তিনি। টড মার্ফিই তাঁকে ২২ রানে প্রথম ইনিংসে থামিয়ে দেন। ভারতের হয়ে অবশ্য এদিন সর্বোচ্চ ২২ রান বিরাট কোহলিই করেছিলেন। ২০১৯ সালে শেষবার বিরাট কোহলি টেস্টের ম়ঞ্চে সেঞ্চুরী পেয়েছিলেন। এরপর থেকে আর বিরাটের ব্যাটে সেঞ্চুরীর দেখা মেলেনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংস শেষে অনেকটাই পিছি্য়ে পড়েছে ভারতীয় দল। যদিও হাতে এখনও সময় রয়েছে ভারতীয় দলের। প্রথম ইনিংসে পারেননি তারা। দ্বিতীয় ইনিংসে কেরিয়ারের মাইলস্টোন ম্যাচে বিরাট কোহলি বড় রান করতে পারেন কিনা সেটাই দেখার।