আইসিসি নির্বাচিত বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার বেন স্টোকস

ব্যাটে-বলে অবদান রাখার পাশাপাশি অধিনায়ক হিসেবেও সাফল্য পেয়েছিলেন স্টোকস

Ben Stokes
Ben Stokes. (Photo by Stu Forster/Getty Images)

ইংল্যান্ডের লাল বলের অধিনায়ক বেন স্টোকস অলরাউন্ডার হিসাবে তাঁর দুর্দান্ত প্রদর্শনের কারণে ২০২২ সালের আইসিসি পুরুষদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। স্টোকসের নেতৃত্বে ২০২২ সালে টেস্ট ফর্ম্যাটে ইংল্যান্ড দলকে ভিন্ন চেহারায় দেখা গিয়েছিল। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ৩১ বছর বয়সী দলের নতুন লাল বলের ফর্ম্যাটের কোচ ব্রেন্ডন ম্যাককালামের সাহচর্যে ইংল্যান্ডকে অতি আক্রমণাত্মক পদ্ধতিতে খেলতে অনুপ্রেরণা যুগিয়েছেন।

জো রুটের নেতৃত্বে যেখানে ইংল্যান্ড তাদের গত আঠেরো ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছিল, সেখানে স্টোকস নেতৃত্ব গ্রহণ করার পর থেকে দশ টেস্টে ইংল্যান্ডকে নয়টি ম্যাচ জিতিয়েছেন। খেলার দীর্ঘতম ফর্ম্যাটে ২০২২ সালে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ৩৬.২৫ গড়ে ৮৭০ রান করেছিলেন এবং ৩১.১৯ গড়ে ২৬ উইকেটও নিয়েছিলেন।

ব্যক্তিগত পারফর্ম্যান্স ছাড়াও দলগত পারফর্ম্যান্সের ক্ষেত্রেও স্টোকসের রেকর্ড ঈর্ষণীয়। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার পূর্ণ সময়ের টেস্ট অধিনায়ক হিসেবে খেলে ৩-০ ব্যবধানে সিরিজ জেতেন। এরপরে ভারতের বিরুদ্ধে স্থগিত থাকা টেস্ট জয়ের পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জেতেন। প্রাথমিক সাফল্য ঘরের মাঠে এলেও, বছরের শেষে পাকিস্তানের মাঠে গিয়ে স্বাগতিক দেশের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল।

তারকা অলরাউন্ডারকে ২০২২-এর জন্য আইসিসি পুরুষদের টেস্ট একাদশের অধিনায়কও মনোনীত করা হয়েছিল। বোলারদের চতুরতার সঙ্গে ব্যবহার করা এবং মাঠে তাঁর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কারণে মাইকেল ভন, মাইকেল অ্যাথারটনসহ অনেক প্রাক্তন ক্রিকেটারই প্রশংসা করেছেন স্টোকসের। তবে তাঁর আসল পরীক্ষা অপেক্ষা করছে জুনে, যখন অস্ট্রেলিয়া অ্যাশেজের জন্য ইংল্যান্ডে আসবে।

মার্কো য়্যানসেন আইসিসির বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন

দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার মার্কো য়্যানসেনকে ২০২২ সালের আইসিসির বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটার নির্বাচিত করা হয়েছে। ২০২২-এ ২২ বছর বয়সী আটটি টেস্ট ম্যাচ খেলে ৩৬ উইকেট নিয়েছিলেন এবং সাদা বলের ফর্ম্যাটে চার ম্যাচে তিন উইকেটও তুলেছিলেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা বিশেষ কর্তৃত্ব দেখাতে না পারলেও মার্কো য়্যানসেন বল হাতে প্রভাব ফেলতে সক্ষম হয়েছিলেন। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাওয়ার ক্ষেত্রে এখনও ক্ষীণ সম্ভাবনা রয়েছে দক্ষিণ আফ্রিকার। যদি প্রোটিয়ারা ওভালে আয়োজিত ফাইনালে উঠতে সক্ষম হয় তবে য়্যানসেনকে কৃতিত্ব দিতেই হবে।