সেওয়াগের মতে বিরাটের উত্তরসূরী এই ক্রিকেটার

Virender Sehwag
Virender Sehwag. (Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

বিরাট কোহলি টি ২০ বিশ্বকাপের পর আর অধিনায়ক থাকবেন না। নিজেই অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তাপরই জল্পনা শুরু হয় বিরাটের পরিবর্তে টিম ইন্ডিয়ার টি ২০ দলে অধিনায়ক কে হবেন ? অনেক নামই ভেসে এসেছে।  আর এই জল্পনার মধ্যেই নেটমাধ্যমে সম্প্রতি একটি প্রশ্নের জবাবে বীরু বলেন, ‘‘অধিনায়কের দাবিদার অনেকেই রয়েছেন। কিন্তু আমি মনে করি রোহিতই সেরা। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত সফল। দলকে পাঁচ বার চ্যাম্পিয়ন করেছে। তাই আমার মতে ভারতের পরবর্তী টি২০ অধিনায়ক হওয়া উচিত রোহিতের।’’

প্রসঙ্গত, সব জল্পনা শেষে বুধবার টিম ইন্ডিয়ার হেড কোচের নাম ঘোষণা করল বিসিসিআই। আর সেই পদে আসিন হলের কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়। আর তারপর ভারতীয় সমর্থক থেকে ক্রিকেটারদের শুভেচ্ছার বন্যার ভাসছেন দ্য ওয়াল। আর জাতীয় দলের কোচ দ্রাবিড় হওয়ায় উচ্ছ্বসিত রোহিত শর্মা।

তবে ইন্টারভিউতে বিরাট কোহলি পরবর্তী অধিনায়ক হিসবে কাকে চান হেড কোচ দ্রাবিড়? একটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, রাহুল দ্রাবিড় রোহিত শর্মার কথাই জানিয়েছেন। তবে এই খবরের সত্যতা যাচাই করেনি ক্রিক ট্র্যাকার। একটি সর্বভারতীয় ইংরাজি দৈনিকের খবর অনুযায়ী, কোচের পদের জন্য ইন্টারভিউ দেওয়ার সময় দ্রাবিড়কে প্রশ্ন করা হয়েছিল, সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসাবে তাঁর কাকে পছন্দ। দ্রাবিড় জানিয়ে দেন, তিনি রোহিতকেই চান। অভিজ্ঞতার জন্যই তাঁর রোহিতকে পছন্দ বলে জানান দ্রাবিড়। দ্বিতীয় পছন্দের নামও বলেছেন নতুন কোচ। তাঁর দ্বিতীয় পছন্দ লোকেশ রাহুল।

আবার ভারতীয় দলের কোচ হওয়ার জন্য রাহুল দ্রাবিড় আর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে থাকতে পারবেন না। তাই ভবিষ্যতে এনসিএ কী ভাবে কাজ করবে, জাতীয় দলের সঙ্গে কী ভাবে সমন্বয় তৈরি করবে, তার জন্য একটি ‘পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন’ দ্রাবিড় দেন বলে জানা গিয়েছে। ঠাসা খেলার মধ্যে ক্রিকেটারদের চাপ কমানোর জন্য কী ভাবে বিশ্রাম দেওয়া হবে, রিজার্ভ বেঞ্চকে তিনি কী ভাবে ব্যবহার করবেন, সেটাও বুঝিয়েছেন বলে জানা যাচ্ছে।