২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে নয়, ভারত যাচ্ছে এই দেশে
ভারত ও পাকিস্তানের মধ্যে ন্যূনতম দুটি ম্যাচ হওয়ার সম্ভাবনা
আপডেট করা - Mar 24, 2023 10:57 am

২০২৩ এশিয়া কাপকে ঘিরে কম জলঘোলা হচ্ছে না। পাকিস্তানকে আগেই টুর্নামেন্টের আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হলেও, ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তার কারণ দেখিয়ে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ জানিয়েছিলেন যে টুর্নামেন্টটি একটি নিরপেক্ষ কেন্দ্রে আয়োজন করতে হবে। তাঁর এই মন্তব্যর পরে দুই দেশের বোর্ডের মধ্যে উত্তেজনা বাড়ে। জয়ের বিবৃতির পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল যে যদি টুর্নামেন্টটি পাকিস্তান ছাড়া অন্য কোথাও আয়োজন করা হয়, তবে তারা সেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াবে।
এই টুর্নামেন্টটি ২০২৩-এর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে। দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তানে যেতে ভারতীয় দল অনিচ্ছুক হওয়ায় পিসিবি শীঘ্রই একটি সমাধান খুঁজে পেতে আগ্রহী হবে। ভারতে অনুষ্ঠিত হতে চলা আসন্ন ওডিআই বিশ্বকাপে অংশগ্রহণ না করার হুমকি দিয়েছে পাকিস্তান সম্প্রতি। তবে, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে পিসিবিকে বিশাল ক্ষতির মুখে পড়তে হবে।
সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যে কোনো একটি দেশে ভারতের ম্যাচ আয়োজিত হতে পারে
ইএসপিএনক্রিকইনফো দ্বারা যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তাতে সাম্প্রতিক যে তথ্য উঠে আসছে, সেটি যদি সত্যি হয় তবে বলা যায় যে একটি সমাধানের সন্ধান পাওয়া গেছে। বিসিসিআই ও পিসিবি উভয় বোর্ডই আয়োজন কেন্দ্র সংক্রান্ত দ্বন্দ্বের সমাধান খোঁজার দিকে মনোনিবেশ করেছে। সেই সমাধান অনুযায়ী ভারত ও পাকিস্তান একটি নিরপেক্ষ কেন্দ্রে একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলবে এবং টুর্নামেন্টের বাকি অংশ পাকিস্তানে আয়োজিত হবে।
এখনও নিশ্চিত না হলেও, বেশ কিছু প্রতিবেদন অনুযারে, সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যে কোনো একটি দেশ আসন্ন এশিয়া কাপের পাঁচটি ম্যাচের আয়োজক হতে পারে। এই পাঁচ ম্যাচের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে অন্তত দুটি ম্যাচও অন্তর্ভুক্ত থাকবে।
কোন কেন্দ্রে পাঁচটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত তা এখনও নির্বাচন করা হয়নি। তবে আশার কথা হল বিসিসিআই ও পিসিবি শীঘ্রই একটি সমাধানের জন্য একসঙ্গে কাজ করছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এই আলোচনায় জড়িত এবং শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আশা করা হচ্ছে।